ভাইরাস করোনা
- আল মুত্তাকী ৩০-০৪-২০২৪

চিরচেনা মোদের এই প্রিয় বসুধা
সহসাই যেন এক মৃত্যুপুরী,
এলো এলো ভাইরাস করোনা
কি যে এক মহামারী!

নেই কোলাহল কোথাও
শহর নগর কিবা হাটে,
চারদিক স্তব্ধ, নিঝুম নিশি
চিরচেনা মাট ঘাটে।

পেলে কারে স্বজনে তারে
বলে শুধু পালাই পালাই,
যা হবার হবে হোক
আগে আপনারে বাঁচাই।

কত প্রিয় মুখে কি যে ধুকে ধুকে
করে মৃত্যুরে আলিঙ্গন,
ভাগ্যে জোটে না কবর-শ্মশান
সরে যায় কত প্রিয় কত আপনজন।

দিও না এমন মৃত্যু মোদেরে
রক্ষা কর ওগো দয়াময়,
মরণের পরে জানাজা দাফন
যেন গো মোদের নসিবে হয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৪-০৪-২০২০ ০০:৫২ মিঃ

নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনকে ।